জামনগরে অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠানে কার্যত চাঁদের হাট বসেছিল। বলিউড, রাজনীতি থেকে শুরু করে ক্রীড়া দুনিয়ার তাবড় তাবড় তারকারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। চোখ ধাঁধানো এই অনুষ্ঠানে তারাদের দেখা গিয়েছে সম্পূর্ণ অন্য মেজাজে।
এই অনুষ্ঠানে মঞ্চ কাঁপিয়েছেন রিহানা থেকে শুরু করে দীপিকা-রণবীর এমনকি তিন খানকেও একসঙ্গে দেখা গিয়েছে মঞ্চ মাতাতে। আমির খান, শাহরুখ খান এবং সালমান খান এই মেগা ইভেন্টে কোমর দোলালেন একসঙ্গে। এই দৃশ্য চোখ জুড়িয়েছে, নেটিজেনদের।
বিশ্বজয়ী গান নাটু নাটু-তে নাচতে দেখা যায় বলিউডের তিন সুপারস্টারকে। এরপরেও, 'রং দে বাসন্তী' থেকে 'ছাইয়া ছাইয়া, ‘জিনে কে হ্যায় চার দিন'- এর মতো কালজয়ী সব গানে তাঁরা নেচেছেন। ভিডিও ছেয়ে গিয়েছে সর্বত্র।