শাহরুখ খানের (Shah Rukh Khan) আসন্ন ছবি 'জওয়ান' (Jawan) নিয়ে উন্মাদনা আকাশ ছুঁয়ে ফেলেছে। বৃহস্পতিবার ছবির ট্রেলার রিলিজের পর শুক্রবারই দেশে এই ছবির অগ্রিম বুকিং শুরু হয়েছে। মাত্র ২ ঘণ্টার মধ্যে শেষ হয়ে গিয়েছে ৪১ হাজারেরও বেশি টিকিট! সবথেকে বেশি মূল্যের টিকিট ২,৪০০ টাকা! তাতেও কুছ পরোয়া নেহি আপামর শাহরুখ-ভক্তের (Shah Rukh Khan)! সব টিকিটই কিনে ফেলেছেন তাঁরা! বিশেষজ্ঞরা একপ্রকার নিশ্চিত যে, 'পাঠান'-এর মতোই 'জওয়ান'-ও বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করবে!
আরও পড়ুন: 'জওয়ান'-এ দ্বৈত ভূমিকায় শাহরুখ ! অ্যাকশন প্যাকড ট্রেলারে নজর কাড়লেন বিজয় সেতুপতিও
উল্লেখ্য, 'জওয়ান' -এ শাহরুখ ভিলেন নাকি হিরো, সিনেমার প্রিভিউ প্রকাশ্যে আসার পর এমন প্রশ্নই বারবার উঠেছে । জানা গিয়েছিল, 'জওয়ান'-এ দ্বৈত ভূমিকা রয়েছে তাঁর । ট্রেলার প্রকাশ্যে আসতেই বিষয়টা কিছুটা স্পষ্ট হল । বোঝা গেল, বাবা-ছেলে, একইসঙ্গে দুই ভূমিকাতেই দেখা মিলবে কিং খানের ।