সারা মুখে ব্যান্ডেজ বাঁধা। বড় কোনও আঘাত লেগেছে? কোনও দুর্ঘটনা? কিন্তু না একজন তো না, দলে দলে লোক এভাবেই ঢুকছেন। কোথায়? সিনেমা হলে 'জওয়ান' দেখতে। হল ভর্তি সবাই যেন 'জওয়ান'-এর শাহরুখ খান।
মাত্র ৪ দিন আগে হলে মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত 'জওয়ান'। এরই মধ্যে যেন এক বিপ্লব ঘটিয়েছে। বক্স অফিসে অবিশ্বাস্যরকম দ্রুত গতিতে সাইক্লোন বয়ে গেছে। ৪ দিনে ৪০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে কিং খান অভিনীত ছবিটি।
নিজের ছবির রেকর্ড নিজেই ভাঙলেন বাদশা। জানুয়ারি মাসে ‘পাঠান’-এর একদিনের আয়ও রেকর্ড গড়েছিল। ৬৮ কোটি টাকার ব্যবসা করে বাদশার কামব্যাক ছবি। তবে এবার ‘পাঠান’-এর সেই রেকর্ডকেও ছাপিয়ে এবার সর্বোচ্চ সিঙ্গল ডে আয়ের খেতাবও জিতে নিল ‘জওয়ান’।
Shahrukh Khan-Jawan: মাত্র ৪ দিনে ৪০০ কোটির ক্লাবে কিং খানের 'জওয়ান'
টানা সাড়ে চার বছর বড় পর্দায় দেখা যায়নি 'শাহরুখকে'। তারপর ছ'মাসের মধ্যে পাঠান এবং জওয়ান মুক্তির পরই নয়া রেকর্ড গড়ল বক্স অফিসে।