'কামব্যাক' বোধহয় একেই বলে! দীর্ঘ ৪ বছর বাদে যশরাজ ফিল্মসের ছবি 'পাঠান'-এর মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন করলেন বলিউডের 'বাদশা' শাহরুখ খান। রিলিজের দিনেই সমস্ত রেকর্ড ভেঙে প্রথম দিনে সর্বোচ্চ ব্যবসা দেওয়া বলিউড ছবির তালিকায় শীর্ষে চলে গেল 'পাঠান'। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত 'পাঠান'-এ একটি বিশেষ চরিত্রে রয়েছেন বলিউডের 'ভাইজান' সলমন খানও। বাদশা ও ভাইজানকে একসঙ্গে বড়পর্দায় দেখার লোভ ছাড়তে পারেননি দেশের আপামর বলিউডপ্রেমীরা। তার সরাসরি প্রভাব পড়ল বক্স অফিসে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রথম দিনেই প্রায় ৫৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে 'পাঠান'। ভেঙে দিয়েছে আগের সব রেকর্ড।
এখনও পর্যন্ত প্রথম দিনে সবচেয়ে বেশি ব্যবসা করেছিল দক্ষিণী ছবি ‘কেজিএফ-চ্যাপ্টার ২’, ৫৩ কোটি ৯৫ লক্ষ। রিলিজের দিনে দক্ষিণী মেগা হিটের ব্যবসাকে হাড্ডাহাড্ডি টক্কর ‘পাঠান’-এর। শোনা যাচ্ছে, বুধবার প্রায় ৫৩-৫৫ কোটির ব্যবসা করেছে ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর এই ছবি। যা ছাড়িয়ে গিয়েছে ‘ওয়ার’, ‘থাগস অব হিন্দোস্তান’, ‘ভারত’ ছবির প্রথম দিনের উপার্জন।