৪ বছর বাদে পর্দায় ফিরছেন বলিউডের কিং খান। আগামী ২৫ জানুয়ারি রিলিজ করছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান'। এই ছবির প্রচারের জন্য একচুলও সুযোগ ছাড়তে রাজি নন বলিউডের বাদশা। আর সেই কারণেই এবার বিশ্বকাপের মঞ্চেও দেখা যাবে বাজিগর শাহরুখ খানকে। আগামী ১৮ ডিসেম্বর আর্জেন্তিনা-ফ্রান্স ফাইনালের দর্শকরা দেখতে পাবেন শাহরুখ খানকেও। ‘পাঠান’ এর প্রোমোশন করতে এবার শাহরুখ খান হাজির হচ্ছেন কাতার বিশ্বকাপে। এবার অফিসিয়ালি তিনি জানিয়ে দিলেন, রবিবার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে তিনি থাকবেন স্টুডিওতে। ফুটবল নিয়ে আলোচনা করবেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। তাঁর বক্তব্যে তিনি স্পষ্টভাবে সোশ্যাল মিডিয়ার নেতিবাচকতার প্রসঙ্গও তুলে ধরেন। ওয়াকিবহালমহলের মতে, 'পাঠান'-এর মুক্তিপ্রাপ্ত গান 'বেশরম রং'-এ দীপিকা পাড়ুকোনের পোশাকের রং নিয়ে বিতর্কের প্রেক্ষিতেই সোশ্যাল মিডিয়া নিয়ে এই কথা বলেছেন শাহরুখ।
উদ্বোধনী উৎসবে আসতে একটু দেরি হয়ে যায় শাহরুখ খানের। কিন্তু রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ না আসা পর্যন্ত অনুষ্ঠানের উদ্বোধন হয়নি।