টানা প্রায় পাঁচ বছর কোনও ছবি মুক্তি পায়নি, তারপর চলতি বছরে তিনটে ছবি মুক্তি, দু'টো ব্লকবাস্টার হিট। ঘনঘন চরিত্রের জন্য নিজেকে ভাঙ্গেন গড়েন। কারণ মানুষটার নাম শাহরুখ খান। এবার ভাইরাল হল সাপ হাতে এসআরকে-র ভিডিয়ো।
ব্যাপার কী! নতুন কোনও ছবির জন্য স্টান্ট করছেন নাকি? নাহ...এ সবই আসলে আম্বানিদের পার্টির দৃশ্য। ঈশা আম্বানীর যমজ সন্তানের প্রথম জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন বিনোদন জগতের হু'জ হুরা। সেখানেই সাপ হাতে দেখা গিয়েছে কিং খানকে। পিছন থেকে এসে আরও একজন তাঁর গলায় একটি সাপ ঝুলিয়ে দিয়ে চলে যায়। শাহরুখ খানের ফ্যান পেজে এখন এই ভিডিয়োটি ভাইরাল।
হাতে, গলায় সাপ নিয়েও দিব্যি কুল ছিলেন বলিউড বাদশা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে সে ভিডিয়ো ভাইরাল।