কৃষ্ণকলির জনপ্রিয় জুটিকে আবার ছোটপর্দায় পাচ্ছে দর্শক। কিন্তু শুটিং শুরু হতে না হতেই অভিনেত্রী তিয়াষা (Tiyasha Lepcha) ডেঙ্গু আক্রান্ত। এখন কেমন আছেন?
শ্যুটিং শুরুর কিছুদিনের মধ্যেই গায়ে ধুম জ্বর অভিনেত্রীর। টেস্ট করিয়ে জানতে পারেন ডেঙ্গি হয়েছে। এরপর প্রায় ১৩ দিন শ্যুটিং থেকে ছুটি নিয়েছিলেন তিনি। এখন সুস্থ হয়ে কাজে ফিরেছেন। সম্প্রচারের দিন তখনও ঠিক হয়নি, তাই এতদিন ছুটি পেয়েছিলেন তিনি, জানিয়েছেন তিয়াষা।
গ্রামের স্কুলের বিজ্ঞান শিক্ষিকাকে নিয়েই স্টার জলসার (Star Jalsa) নতুন ধারাবাহিক বাংলা মিডিয়ামের গল্প। ইংরেজি মিডিয়াম আর বাংলা মিডিয়াম (Bangla Medium), এই দুই মাধ্যমে টানাপড়েনের গল্পই বলবে নীল ভট্টাচার্য আর তিয়াষা অভিনীত ধারাবাহিকটি। সেখানে বিজ্ঞানের শিক্ষিকার চরিত্রে রয়েছেন তিয়াষা।
Maheshtala Accident: মহাসমারোহে চলছিল গৃহপ্রবেশ! ইডেনসিটির ১০ তলা ফ্ল্যাট থেকে আছড়ে পড়ল শিশু
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে নীল-তিয়াসার জুটি ছিল সুপারহিট। টানা চার বছর চলেছিল। শ্যামা-নীলের জুটি প্রচুর ভালোবাসা পেয়েছে দর্শকমহলে। এবার নতুন ধারাবাহিকে দর্শক মনে কতটা দাগ কাটতে পারবেন এই জুটি, সবটাই সময়ের অপেক্ষা।