মেয়েটা খড়কুটোর মতো আঁকড়ে ধরেছিল তাঁর পরিবারকে। মিষ্টি হাসিখুশি স্বভাব দিয়ে বেঁধে বেঁধে রেখেছিল কাছের মানুষদের। এবার সেই গুনগুনের মৃত্যু দিয়েই শেষ হতে চলেছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল খড়কুটো। স্বাভাবিক ভাবেই দর্শকদের চোখ ভেজা।
তৃণা সাহা সংবামাধ্যমকে জানিয়েছেন, এখন ধারাবাহিকের শেষ ক'টা এপিসোডের শুটিং-এর কোনও দৃশ্যের জন্য গ্লিসারিনের প্রয়োজন হচ্ছে না। সবারই খুব মন খারাপ। একসময় টিআরপি তালিকার শীর্ষে থাকত খড়কুটো, এখন সেই দিন নেই, অগত্যা সিরিয়াল শেষ হবেই একসময়।
এদিকে গুনগুনের এমন পরিণতি মেনে নিতে না পেরে দর্শকরা ক্ষোভে ফুঁসছেন। কেন ধারাবাহিকের নায়িকার এমন করুণ পরিণতি দেখানো হবে, সেই প্রশ্নও তুলছেন অনেকেই।