সদ্য ফুরিয়েছে জনপ্রিয় ধারাবাহিক 'খড়কুটো, ফুরিয়েছে 'ধুলোকণা' ধারাবাহিকও। গুঞ্জন শোনা যাচ্ছিল, পর্দায় ফিরছে 'সৌগুন' জুটি৷ যেমন বলা তেমন কাজ, দর্শকদের বেশিদিন অপেক্ষা করালেন না লীনা গঙ্গোপাধ্যায়। নতুন ধারাবাহিক নিয়ে শীঘ্রই পর্দায় ফিরছেন সকলের প্রিয় 'গুনগুন' ওরফে তৃণা সাহা, 'সৌজন্য' ওরফে কৌশিক রায় এবং ধুলোকণার 'লালন' ইন্দ্রাশীষ রায়৷ ধারাবাহিকের নাম 'বালিঝড়'।
শুক্রবার সামনে এল ধারাবাহিকের ট্রেলার। গল্পে একদম অন্য স্বাদ। রাজনৈতিক নেতার মেয়ে তৃণা এই ধারাবাহিকে সে ঝোড়া৷ বাবা সমুদ্র সেন নির্বাচন জেতার পর দায়িত্ব তুলে দেন মেয়ের হাতে, পাশাপাশি তাঁর বিয়ের কথা ঘোষণা করেন দলের কর্মী কৌশিক রায়ের সঙ্গে৷ কিন্তু এই গল্পে তৃণার প্রেমিক ইন্দ্রাশিষ ওরফে স্রোত৷ এই ত্রিকোণ প্রেমেরই গল্প বলবে 'বালিঝড়'
ধারাবাহিক এয়ার হওয়ার দিনক্ষণ যদিও এখনও জানা যায়নি। তবে এহেন স্টার কাস্ট যেহেতু, তাই আশা করা যায় প্রাইম টাইমেই দেখা যাবে ধারাবাহিক। খুব সম্ভবত শেষ হবে 'গাঁটছড়া'।