দর্শকদের জন্য সুখবর। এবার জি বাংলায় এক যোগেই ফিরছে 'কৃষ্ণকলি' খ্যাত নীল-তিয়াসা। আগেই সুখবর জানিয়েছিলেন, এবার প্রকাশ্যে এল স্টার জলসার নতুন ধারাবাহিক 'বাংলা মিডিয়াম' এর প্রোমো। ধারাবাহিকে এক্কেবারে নতুন রূপে ধরা দেবেন কৃষ্ণকলির শ্যামা ওরফে তিয়াসা। ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীকেও। ধারাবাহিকের প্রোমোতেই মিলল চমক।
আরও পড়ুন: প্রেম করছেন দুজনে? সারা আলি খান ও শুভমন গিলের ভিডিয়ো নিয়ে জল্পনা নেটপাড়ায়
প্রোমোতে দেখা যাচ্ছে, তিয়াসা গ্রামের বাচ্চাদের বিজ্ঞানের দিদিমণি। বাংলা মিডিয়ামেই লেখাপড়া তার। এর আগে তার বিয়ে ভেস্তেছে, কেবলমাত্র সে বাংলা মিডিয়ামের ছাত্রী বলে। হঠাৎ এই ছাপোষা বাংলা মিডিয়ামের দিদিমণির কাছেই আসে শহরের নামজাদা ইংরেজি মিডিয়ামে চাকরির সুযোগ। সেই স্কুলের কর্মকর্তা নীল ভট্টাচার্য। তিয়াসার চ্যালেঞ্জ বাংলা মিডিয়ামের ছাত্রী হয়েই শহরের নামজাদা ইংরেজি মিডিয়ামে গিয়ে বিজ্ঞান পড়াবে সে।
ইতিমধ্যেই প্রোমো প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ যেমন খুশিতে ডগমগ, তেমন কেউ কেউ ট্রোল করতেও ছাড়েনি। কেউ লিখেছে, "ছোট কত্তা এখানে ইংরেজি বাবু হবে না কি?", কারও বা টিপ্পনি, "যেই কনসেপ্ট দিয়েই শুরু হোক না কেন শেষে সংসারেই ঢুকবে,বর নিয়ে কাড়াকাড়ি, বউ শ্বাশুড়ির যুদ্ধ এসবই হবে"। এখন দেখার নিন্দুকের মুখে ছাই দিয়ে দর্শকদের কতটা মন জিততে পারে 'বাংলা মিডিয়াম'।