রূপ না গুণ ? মানবজীবনের এই দুই বৈশিষ্ট্যের মধ্যে দ্বন্দ্ব চিরকালের । বিশেষ করে বিয়ের ক্ষেত্রে সমাজে এখনও একটু হলেও এই দ্বন্দ্বটা রয়ে গিয়েছে । তবে মনের মানুষ চেনার ক্ষেত্রে কোনটা বেশি প্রয়োজন ? রূপ না গুণ ? এই প্রশ্নের উত্তর দিতে আসছে নতুন ধারাবাহিক (New Serial) 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chowa) । ৭ ফেব্রুয়ারি থেকে সোম-শুক্র স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি ।
সম্প্রতি, ধারাবাহিকের প্রোমো (Promo) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে চ্যানেল কর্তৃপক্ষ । গোটা প্রোমো জুড়ে রূপ আর গুণের মধ্যে দ্বন্দ্ব দেখানো হয়েছে । কিন্তু, শেষপর্যন্ত যে গুণেরই জয় হবে, প্রোমো দেখে তা বেশ স্পষ্ট । আসলে, ধারাবাহিকে দেখানো হবে কারও রূপ নয়, গুণটাই আসল ।
আরও পড়ুন, Iman Chakraborty : গায়িকা থেকে পেশা বদলে এবার মনোবিদ ইমন চক্রবর্তী, আসছে নতুন ওয়েব সিরিজ 'শব চরিত্র'
মুখ্য চরিত্রে অভিনয় করছেন 'দেশের মাটি' ধারাবাহিকের দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) । তাঁর বিপরীতে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta) । এছাড়া রয়েছেন মল্লিকা মজুমদার, রূপাঞ্জনা মিত্র ও আরও অনেকে । আপাতত, ধারাবাহিক শুরুর অপেক্ষায় রয়েছেন দিব্যজ্যোতির অনুরাগীরা ।