আরব সাগরের তীরে মুম্বইয়ে সিড-কিয়ারার (Sid-Kiara Reception) স্টার স্টাডেড রিসেপশন অনুষ্ঠিত হল রবিবার । পশ্চিমী পোশাকে এদিনও নজর কেড়ে নিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা । সেখানে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে একছাদের নিচে দেখা গেল বলিউডের(Bollywood) নামজাদাদের । কারা ছিলেন গ্র্যান্ড রিসেপশন পার্টিতে ? একনজরে দেখে নিন...
মুম্বইয়ের সেন্ট রেজিস হোটেলে সিড-কিয়ারার রিসেপশন (Sidharth-Kiara Reception) পার্টির আয়োজন করা হয়েছিল । আরব সাগরের পশ্চিম আকাশে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ওই বিলাসবহুল হোটেলে তখন বি-টাউনের তারকাদের ভিড় । সিড-কিয়ারাকে শুভেচ্ছা জানাতে পৌঁছন কাজল-অজয় দেবগণ । এদিনের রিসেপশন পার্টিতে সবথেকে বেশি নজর কেড়েছেন সিদ্ধার্থে প্রাক্তন আলিয়া ভাট । এদিন অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে রিসেপশনে পৌঁছন । পরে শাশুড়ি মা নীতু কাপুরের সঙ্গে পোজ দিতে দেখা যায় । অন্যদিকে, করণ জোহর, করিনা কাপুর, মণীশ মালহোত্রা থেকে ঈশান খট্টর, সস্ত্রীক আয়ুষ্মান খুরানা. রণবীর সিং, শিল্পা শেট্টি, ভিকি কৌশল, সস্ত্রীক আকাশ আম্বানিও নিমন্ত্রিত ছিলেন সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে ।
আরও পড়ুন, Noti Binodini: আভিজাত্যে ভরা রুক্মিনীর লুক, নটীর চুল বানানো তিরুপতি থেকে, ত্বকে বিদেশি টোনার
এদিন, সিড-কিয়ারার রিসেপশনের আয়োজনে আগাগোড়া ছিল পশ্চিমী ছাপ । আইভরি এবং কালো রংয়ের গাউন পরেছিলেন কিয়ারা । গলায় ছিল ভারী হিরে এবং পান্নার নেকলেস । কালো স্যুটে কিয়ারাকে যোগ্য সঙ্গত দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা । রিসেপশন হল সেজে উঠেছিল রাশি রাশি সাদা গোলাপে ৷ মাঝে বড় বড় অক্ষরে লেখা 'SK', অর্থাৎ সিড-কিয়ারা। সেখানেই নবদম্পতি থেকে বলিউডের নামজাদাদের পোজ দিতে দেখা যায় । উল্লেখ্য, রাজস্থানের জয়সলমীর এবং দিল্লিতে বিয়ের উৎসব সেরে প্রায় এক সপ্তাহ পরে মুম্বইতে ফিরেছেন নব দম্পতি। মুম্বইয়ে ফিরতেই বলিপাড়ায় জনপ্রিয় যুগলকে কালিনা বিমানবন্দরে শুভেচ্ছা জানান সকলে। সেখানেই প্রথম মিষ্টি বিলি করেছিলেন নবদম্পতি।