Noti Binodini: ১৪১ বছর পর স্টার থিয়েটারের নাম বদল! মমতাকে ধন্যবাদ দুই 'নটী'র

Updated : Dec 31, 2024 16:05
|
Editorji News Desk

স্টার থিয়েটার। নাহ! নাম বদলে এখন নটী বিনোদিনী থিয়েটার! তবে সেই স্বীকৃতি পেতে কেটে গেল ১৪১ বছর! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় উচ্ছ্বসিত পর্দা এবং মঞ্চের দুই নটী বিনোদিনী রুক্মিণী মৈত্র এবং সুদীপ্তা চক্রবর্তী। 

পর্দায় বিনোদিনীর চরিত্রকে গত দেড় বছর ধরে জীবন্ত করে তুলছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। অবন্তী চক্রবর্তী নির্দেশিত 'বিনোদিনী অপেরা'-র প্রতি শো-এর পরেই সুদীপ্তা সহ নাটকের বাকি কলা কুশলীরা স্টার থিয়েটারের নাম বিনোদিনীর নামে রাখার দাবি জানিয়ছেন। স্বভাবতই, সন্দেশখালির মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়ের এই সংক্রান্ত ঘোষণার পর আবেগ বাঁধ মানেনি সুদীপ্তাদের। 

সুদীপ্তার বাইট 

অন্যদিকে, জানুয়ারিতেই মুক্তি পেতে চলেছে রামকমল মুখোপধ্যায় পরিচালিত ছবি 'বিনোদিনী'। নাম ভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী। রুক্মিণীও মেন্টর হিসেবে পেয়েছেন সুদীপ্তাকেই। স্টার থিয়েটারের নাম বদলের ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জনিয়েছেন রুক্মিণীও। 

১৪১ বছর আগে স্টার থিয়েটারের রেজিস্ট্রেশনের সময়ও বিনোদিনী জানতেন, তাঁর নামেই হবে নবনির্মিত থিয়েটারের নাম। কিন্তু, হয়নি। কথা রাখেননি নটীর নাট্যগুরু গিরীশ ঘোষও। পিতৃতান্ত্রিক 'বাবু সমাজ'-এর চোখে 'রক্ষিতা' 'বারবনিতা' তকমা পাওয়া বিনোদিনীর নামে থিয়েটারের নাম রাখা হয়নি। সে আক্ষেপ বিনোদিনীর জীবনের শেষ দিন পর্যন্ত ছিল। বিডন স্ট্রিটের স্টার থিয়েটারে আগুন লাগল, নতুন করে হাতিবগানে তৈরি হল, সে থিয়েটারের নামও রাখা হয়নি 'নটী'র নামে। স্বয়ং রামকৃষ্ণ যার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন,  প্রায় দেড়শ বছর পেরিয়ে, অবশেষে স্বীকৃতি পেলেন সেই বিনোদ। 

 

Noti Binodini

Recommended For You

editorji | বিনোদন

Tollywood Resolution: কেউ ছাড়তে চান সিগারেট কেউ বা নেগেটিভিটি,নতুন বছরে স্বস্তিকা,পরম,ঋতদের রেজোলিউশন কী?

editorji | বিনোদন

Armaan Weds Aashna: বছরের শুরুতেই ঘর বাঁধলেন আরমান-আশনা, রূপকথার মতো চোখ জোড়ানো ছবি ভাইরাল

editorji | বিনোদন

Jeet: নতুন বছরে আসছে 'Lion', ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে টলিউডে জিতের গর্জন

editorji | বিনোদন

Arun Roy Passes Away : নতুন বছরে থামল লড়াই, প্রয়াত 'বাঘাযতীন' পরিচালক অরুণ রায়, শোকপ্রকাশ দেব, কিঞ্জলের

editorji | বিনোদন

2024 Concerts: ব্রায়ান অ্যাডামস থেকে দিলজিৎ! কনসার্টে দেশের 'দিল' জিতল যারা