সারা দেশ অনুসরণ করে তাঁর তৈরি করা ফ্যাশন। বাংলার গর্ব ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee)। তবে এবার ফ্যাশনের দুনিয়ার পাশাপাশি একটু অন্যদিকেও নজর বঙ্গ তনয়ের। আন্তর্জাতিক কফি ব্র্যান্ডের স্টারবাক্সের (Starbucks) সঙ্গে মিলে আসছে সব্যসাচী এবং স্টারপবাকসের যৌথ উদ্যোগ। আগামী ১২ এপ্রিল থেকে অফিসিয়াল কোলাবোরেশন।
সব্যসাচীর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে গত কয়েকদিন ধরেই শেয়ার করা হচ্ছে নানা ভিডিও। স্টারবাক্সের তরফে সীমিত সংখ্যক কফি মাগ, প্লেট বিক্রি করা হবে, যার নকশা করেছেন সব্যসাচী নিজে। সে সবে নিজের স্বাক্ষরও থাকবে সব্যসাচীর।
শো স্টপার রিয়া চক্রবর্তী! ফ্যাশন উইকে ব্ল্যাক বিউটি হয়ে চোখ ধাঁধানো লুকে বঙ্গ তনয়া
পরে অবশ্য ৪৮ বছরের ফ্যাশন ডিজাইনার জানিয়েছেন, দেশের প্রান্তিক মেয়েদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতেই এই বিশেষ উদ্যোগ টাটা গোষ্ঠীর এই কফি ব্র্যান্ডের, তার সঙ্গেই হাত মিলিয়েছেন সব্যসাচী।
প্রসঙ্গত, দেশের সব প্রথম সারির সেলেব বিয়ে সব্যসাচীর পোশাক ছাড়া একরকম অসম্পূর্ণই বলা যায়। দীপিকা, অনুষ্কা, ক্যাটরিনার পর আলিয়াও নিজের বিশেষ দিনটির জন্য বেছে নিয়েছেন সব্যসাচীর ডিজাইন করা ল্যাহেঙ্গা।