কেন্দ্রের ছাড়পত্র পেতেই ১০ জন ডব্লিউবিসিএস অফিসারকে IAS পদমর্যাদায় উন্নীত করল রাজ্য সরকার। কেন্দ্রের ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং বা ডিওপিটি এই বিষয়ে ছাড়পত্র দিয়েছে।
IAS পদমর্যাদা প্রাপ্ত হয়েছেন
রাজ্য ভিজিল্যান্স কমিশনের বিশেষ সচিব শ্রীকৃষ্ণকান্ত সিংহ, অমিতাভ সেনগুপ্ত, জিতেন্দ্র রায় ও অনিন্দ্য সেনগুপ্ত, পশ্চাদ্পদ জাতি উন্নয়ন দফতরের বিশেষ সচিব অনিন্দ্যকুমার কর, মঞ্জুষার ম্যানেজিং ডিরেক্টর অমিত দত্ত, আবাসন দফতরের বিশেষ সচিব সৌম্যজিৎ দাস, নারী ও শিশুকল্যাণ দফতরের বিশেষ সচিব পর্ণা চন্দ, মুখ্যমন্ত্রীর দফতরের ওএসডি দীপঙ্কর মণ্ডল এবং পুর ও নগরোন্নন দফতরের বিশেষ সচিব মিউটিনি বন্দ্যোপাধ্যায়ের মতো আধিকারিকেরা।
নিয়ম ছিল আট বছর কর্মজীবন হলে ডব্লিউবিসিএস-দের আইএএস পদে প্রমোশন করানো হয়। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দুদশকের বেশি সময় কেটে গেলেও, প্রমোশন আর হয় না। একই সঙ্গে, বার্ষিক মূল্যায়ন রিপোর্ট (এসিআর) ভাল থাকাও এই পদোন্নতির অন্যতম মাপকাঠি। IAS পদের বয়সের ঊর্ধ্বসীমা বেড়ে এই মুহূর্তে হয়েছে ৫৬ বছর।