মুখের গঠন দেখে কি কারও বিত্তের হদিশ পাওয়া যায়? একেবারেই নয়। তবে মুখ দেখে সংশ্লিষ্ট ব্যক্তির সম্পর্কে বেশ খানিকটা ধারণা গড়ে ওঠে তো বটেই। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে, মুখের গড়নের উপরেই নির্ভর করে সেই ব্যক্তির আর্থিক সঙ্গতি সম্পর্কে ধারণা।
এপিএ জার্নাল অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজিতে প্রকাশিত হয়েছে এই গবেষণা। তাতে বলা হচ্ছে, যাঁদের মুখ অপেক্ষাকৃত সরু, চোয়াল উপরের দিকে, হাস্যোজ্জ্বল, ভ্রু উপরের দিকে, চোখদুটির মধ্যেকার দূরত্ব কম তাঁদের দেখে সঙ্গতিসম্পন্ন মানুষ বলে মনে হয়। একইসঙ্গে তাঁদের বিশ্বাসযোগ্য, দক্ষ এবং উষ্ণ বলেও মনে হয়।
Munawar Faruqui: বিগ বসে জয়ীর নাম ঘোষণা, জন্মদিনেই সেরা উপহার মুনাওয়ার ফারুকির
আবার যাঁদের মুখ একটু ছড়ানো, চোয়াল নিম্মগামী, অপেক্ষাকৃত ফ্ল্যাট মুখের মানুষ যাঁরা, তাঁদের দেখে মনে হয়,তাঁরা খুব একটা সঙ্গতিসম্পন্ন মানুষ নন, কম বিশ্বাসযোগ্য এবং অদক্ষ।
যদিও গবেষণায় বলা হয়নি, তবে ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ এবং আমাজনের সিইও জেস বেজোস দুজনের মুখের গড়নের সঙ্গেই গবেষণায় যা বলা হয়েছে, তা কিন্তু মিলছে।