শেষ হল অপেক্ষা । দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন রাজ-শুভশ্রী । ডিসেম্বরের আগেই রাজ-শুভশ্রীর কোল আলো করে এল ফুটফুটে কন্যা সন্তান। বড় দাদা ইউভানের এখন কত দায়িত্ব। বৃহস্পতিবার সকালে থেকেই রাজ-শুভশ্রীর দিক থেকে নজর সরছিল না কারও । তাঁদের তিন থেকে চার হওয়ার খবরের অপেক্ষায় ছিলেন শত শত অনুরাগীর । অবশেষে সুখবর শোনালেন 'রাজশ্রী'।
চলতি বছরের মাঝামাঝি রাজ-শুভশ্রী জানিয়েছিলেন, ইউভান দাদা হচ্ছে , গর্ভাবস্থা চুটিয়ে উপভোগ করেছেন শুভশ্রী, কাজ করেছেন, শরীরচর্চা করেছেন, বাড়ির সকলের সঙ্গে কাটিয়েছেন কোয়ালিটি টাইম। প্রেগন্যান্সির চূড়ান্ত পর্যায়েও শুটিং সেরেছেন অভিনেত্রী। ইউভানের জন্ম হয়েছিল করোনাকালে নানা বিধি নিষেধের মধ্যে। এবারের আনন্দ তাই ছিল বাঁধনছাড়া।
বৃহস্পতিবার সকালেই হাসপাতালে ভর্তি করা হয় শুভশ্রীকে । তারপর থেকেই চলছিল অপেক্ষার প্রহর গোনা । হাসপাতাল সূত্রে খবর, মা ও সন্তান দু'জনেই সুস্থ আছে ।