একটা ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। আরজি করে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় ফুঁসছে টলি তারকারাও। সাধারণ থেকে সেলিব্রিটি- প্রতিবাদে পথে নেমেছেন অনেকেই। রাত দখলের দিন হোক কিংবা ১৮ অগাস্টের রাত...আর পাঁচটা সাধারণ মানুষের সঙ্গে রাজপথে পা মিলিয়েছেন টলিউডের নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়-ও। তাঁর মুখেও একটাই দাবি, 'উই ওয়ান্ট জাস্টিস'। দোষীর ফাঁসির দাবিতেও সরব হয়েছেন শুভশ্রী।
এবার কেন্দ্রীয় সরকারের কাছে, একদিনের মধ্যে দোষীর শাস্তির দাবিতে সওয়াল করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একটি পোস্ট নিজের স্টোরিতে শেয়ার করেন অভিনেত্রী। যেখানে লেখা, “এক রাতে যদি নোটবন্দি হতে পারে, এক রাতে যদি লকডাউন ঘোষণা করা যায়, তাহলে এক রাতে ধর্ষকদের শাস্তি নয় কেন?” অর্থাৎ শুধু রাজ্য নয়, কেন্দ্রকেও দুষতে ছাড়েননি বড়পর্দার ‘বাবলি’।
এছাড়াও দিন দুয়েক আগেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নিজের লেখা কয়েকটি লাইন শেয়ার করেছিলেন । যেখানে লেখা, 'শাস্তি চাই! শাস্তি চাই! দৃষ্টান্তমূলক শাস্তি চাই!' । একইসঙ্গে তাঁর প্রশ্ন সংস্কার ধরে রাখার সব দায়িত্ব কী সব মেয়েদের ? এরপরই অভিনেত্রীর হুঁশিয়ারি, ''অনেক হয়েছে নোংরামি আর পাপয তাও নেই কোনও অনুতাপ। তাই তো ফেসবুক পোস্টে এর বন্যা- আমরা নাকি ‘পতিতা’ আর ‘নষ্টা’! দেখ তাহলে এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া, যেখানে বাপকেও ছাড়ে না পাপ!''