পোস্টারেই মিলেছিল ইঙ্গিত৷ এবার প্রকাশ্যে এল ছবির টিজার৷ ডাক্তার বক্সী ছবির রহস্যে মোড়া গল্পে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে দেখা যাবে একেবারে নয়া রূপে। এই ছবিতে শুভশ্রীকে দেখা যাবে একজন লেখিকার চরিত্রে। ছবির পরিচালক সপ্তাশ্ব বসু। পরিচালক সপ্তাশ্বর আগের ছবি ‘প্রতিদ্বন্দ্বী’তে ডঃ বক্সি চরিত্রের আত্মপ্রকাশ ঘটেছিল। এবার তার নতুন ছবির পুরো গল্পই ডঃ বক্সিকে নিয়েই৷ যদিও প্রতিদ্বন্দ্বীর সঙ্গে এর কোনও মিল নেই।
ছবিতে জেল থেকে মুক্তি পাওয়া এক আসামীর চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে, এবং শুভশ্রীর চরিত্রের নাম মৃণালিনী। এই সব চরিত্রকে নিয়েই তৈরি হবে এক রহস্যের গল্প। যার সমাধান ঘটবে ‘ডঃ বক্সি’ ওরফে পরমব্রতর হাত ধরে।
অন্যদিকে সদ্য মুক্তি পেয়েছে পরম শুভশ্রীর নতুন ছবি বৌদি ক্যানটিন। ছবির পরিচালনা করেছেন পরম স্বয়ং। ফের ডঃ বক্সি ছবিতে এই জুটিকে এক সঙ্গে দেখা যাবে পর্দায়। টিজারেই মন মজেছে দর্শকদের