এভাবেও ফিরে আসা যায়! মাঝে দীর্ঘ বিরতি, এক যুগেরও বেশি। এসভিএফ-এর প্রযোজনায় ছবি করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাও একটা ছবি নয়, ভেঙ্কটেশ ফিল্মস-এর সঙ্গে জোড়া ছবিতে চুক্তিবদ্ধ হলেন শুভশ্রী।
৪ মার্চ একই সঙ্গে চার চারটে বিগ বাজেট বাংলা ছবির মহরৎ-এর আয়োজন করেছিল এসভিএফ। একই সঙ্গে রাজ চক্রবর্তী এবং দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় দুটি ছবিতে অভিনয় করতে চলেছেন শুভশ্রী।
Anant-Radhika Prewedding: ঠিক যেন রূপকথা! বলিউডি গানের রাধিকার গ্র্যান্ড এন্ট্রি! মুগ্ধ গোটা দেশ
রাজের ছবিটি বাবা-ছেলের সম্পর্ক নিয়ে। শুভশ্রী ছাড়াও সে ছবিতে থাকছেন মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী। অন্যদিকে দেবালয়ের পরিচালনায় 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর পর বড়পর্দায় অভিনয় করবেন শুভশ্রী, ভূতের গল্প নিয়ে ছবি বানাচ্ছেন দেবালয়। ছবির নাম আলেয়াবাড়ি।
প্রসঙ্গত, এসভিএফ-এর প্রযোজনায় শুভশ্রীর শেষ মুক্তি পাওয়া ছবি ছিল 'রোমিও'। ২০১১ সালে মুক্তি পেয়েছিল ছবিটি।