ওটিটিতে অভিষেক করেই বিরাট প্রশংসা কুড়িয়েছেন পর্দার ইন্দুবালা ওরফে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কল্লোল লাহিড়ীর এই উপন্যাসে 'ইন্দুবালা'র জীবনের দুই পর্ব তুলে ধরেছেন অভিনেত্রী। বৃদ্ধা ইন্দুবালার চরিত্রেও দারুণ সাবলীল অভিনয় তাঁর। দেবালয় ভট্টাচার্যের নির্দেশনা, সিরিজের গান সবই প্রশংসিত হয়েছে।
শুক্রবার ইন্দুবালার সাকসেস পার্টিতে একেবারে ছক ভাঙা লুকে ধরা দিলেন শুভশ্রী। হাইস্লিট কালো গাউনে তাঁর দিক থেকে চোখ ফেরানো দায়৷ সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ 'লছমী'র চরিত্রে অভিনয় করেন স্নেহা চট্টোপাধ্যায়। এদিনের পার্টিতে তিনিও কালো ওয়ানপিসে তাক লাগিয়েছেন। পার্টিতে উপস্থিত ছিলেন সিরিজের অন্যান্য কলাকুশলীরাও৷ দেবালয়, শুভশ্রী, প্রযোজক শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি, প্রত্যেকেই আপ্লুত সিরিজের এই সাফল্যে।