বলা যায় এটা তাঁর সেকেন্ড ইনিংস। ঘোর সংসারী হয়ে মাঝে কিছুদিনের বিরতি নিয়েই পর্দায় ফিরেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। কামার্শিয়াল ছবির পাশাপাশি এখন অন্য ধারার ছবিতেও সমান দক্ষ অভিনেত্রী। পরিণীতা, হাবজি গাবজি, বৌদি ক্যান্টিন, একের পর এক ছবি আলোচনার কেন্দ্রে। বলাই যায় কেরিয়ারের পিকে রয়েছেন। এমন সময় ওটিটি-তে ডেব্যু! ভাল কথা!, তাই বলে গ্ল্যামাররের ছিটেফোঁটাও নেই, এমন এক চরিত্রে? সেই সাহস করলেন শুভশ্রী। খুব শিগগির হইচই (Hoichoi)-তে মুক্তি পাচ্ছে 'ইন্দুবালা ভাতের হোটেল' (Indubala vaater hotel)। সেখানে ইন্দুবালার চরিত্রে দেখা যাবে তাঁকে।
দেবালয় ভট্টাচার্যের (Debaloy Bhattacharya) পরিচালনায় হইচইতে আসতে চলেছে ওয়েবসিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল', কল্লোল লাহিড়ীর ওই একই নামের উপন্যাসটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যে।
Aindrila Sharma : মা ঐন্দ্রিলাকে হারিয়ে অসুস্থ তোজো, ওষুধ পাঠালেন সব্যসাচী
দীর্ঘ বিরতির পর এসভিএফ এর সঙ্গে এটাই হতে চলেছে শুভশ্রীর প্রথম কাজ। ইন্দুবালার চরিত্রে শুভশ্রীকে দেখার জন্য মুখিয়ে আছে দর্শক।
শুভশ্রীর ডিগ্ল্যামারাইসড লুক নিয়ে বেশ কয়েক মাস ধরেই চর্চা চলেছে সোশ্যাল মিডিয়ায়, সিরিজে নিজের লুকের ছবি আরও একবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী মনে করিয়ে দিলেন, খুব শিগগির আসছে ইন্দুবালা।