টলিপাড়ার স্টারকিডদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইউভান, তা কি আর বলার অপেক্ষা রাখে? সেই ইউভানও এখন দাদা। রাজ-শুভশ্রীর মেয়ে ইয়ালিনীকে দেখার দীর্ঘ অপেক্ষায় ছিলেন নেটিজেনরা। কিন্তু সেই অপেক্ষা ফুরোয় আর না।
এই যেমন রবিবারেও একই কাণ্ড। অপেক্ষা অপেক্ষায় থেকে গেল, তুবও শুভশ্রীর কোলে ইয়ালিনিকে দেখে চোখ জুড়োলো অনুরাগীদের। ইয়ালিনি মুখ ফিরিয়ে মায়ের দিকে, আর শুভশ্রী খুদেকে কোলে নিয়ে তাকিয়ে ক্যামেরায়। দুজনের পরনেই কালো পোশাক। ঢেউ খেলানো এক মাথা চুল ‘রাজকন্যে’র, কিন্তু মুখ খানা এবারেও দেখালেন না তিনি।
মেয়ে হওয়ার পরে, অল্প দিনের বিরতি নিয়েই কাজে ফেরেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ঘর এবং কাজ শক্ত হাতে সামলিয়ে নিজেকে একের পর এক নতুন চরিত্রে সাজিয়ে তুলছেন শুভশ্রী। বৃদ্ধদেব বসুর উপন্যাস অবলম্বনে, রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘বাবলি’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে বেজায়।