এখন আর ছোট্টটি নেই সে। এখন সে ইয়ালিনির বিগ ব্রাদার| কথা হচ্ছে টলিপাড়ার ‘ওয়ান্ডার কিড’ ইউভানকে নিয়ে | রাজ-শুভশ্রীর পুত্র ইউভান বাবা মায়ের থেকে কোনও অংশেই কম জনপ্রিয় নয়| ইউভানের নানা কাণ্ড-কারখানা দেখতে সাদা উৎসুক থাকে অনুরাগীরা|
এবার তো একেবারে বাবার মতো কায়দা করে ছবি তুলে ফেললেন ‘রাজপুত্তুর’| সাদা টিশার্ট, পায়ে ক্রকস এঁটে ,চেয়ারে পা তুলে বসে ইউভান | হাতে মাইক| ঠিক যেন জুনিয়র রাজ | ছেলের এই ছবি শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লিখেছেন, ‘লাইট, ক্যামেরা, অ্যাকশন।’ নেটিজেনরা এই ছবি দেখে বলছেন, ‘ভবিষ্যতের পরিচালক’