টলি পাড়ার প্রথম সারির নায়িকার মধ্যে অন্যতম শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) । সম্প্রতি, দ্বিতীয়বার মা হওয়ার সুখবর শেয়ার করেছেন অভিনেত্রী । এদিকে, হবু মায়ের বোল্ড লুকে মজেছে নেটপাড়া । আবার নিন্দে মন্দও করছেন অনেকে । এবার সেইসব নিন্দুকদের উদ্দেশে কড়া বার্তা দিলেন নায়িকা ।
বিভিন্ন বিষয়ে প্রায়ই ট্রোলের শিকার হতে হয় নায়িকাকে । কিন্তু, বরাবরই সেসবে কান দেননি শুভশ্রী । তাঁদের ভালবাসার মানুষ যেমন আছেন, তেমনই নিন্দুকেরও অভাব নেই ।
আরও পড়ুন, Subhashree Ganguly: বোল্ড লুকে শুভশ্রী! কোথায় ঘুরতে গেছেন হবু মা?
ইনস্টা স্টোরিতে শাহরুখ খানের এক পডকাস্টের ভিডিও শেয়ার করে লিখেছেন- 'নিন্দুকদের প্রতি আমার বার্তা।' সেই ভিডিওতে কী বলতে শোনা গিয়েছে শাহরুখকে ? কিং খান বলেছেন, 'আমাকে অনেকদিন ট্রোল না করা হলে আমি চিন্তায় পড়ে যাই যে আমার জনপ্রিয়তা কমে গেল নাকি ভেবে! …. পরে ভাবি পরীক্ষা চলছে তাহলে। তবে নিন্দুকদের কাছে আমার অনুরোধ, টুইটারে গালিগালাজ দেওয়ার হলে বানানটা অন্তত ঠিক লিখুন।'
সম্প্রতি ছোট্ট ইউভান আর স্বামী রাজকে সঙ্গী করে থাইল্যান্ড সফরে গিয়েছিলেন টলি নায়িকা। থাইল্যান্ডে একের পর এক বোল্ড লুকে কাবু করেছেন অনুরাগীদের । মাতৃত্বের জেল্লা যেন ঠিকরে বেরোচ্ছে । ইতিমধ্যেই, থাইল্যাণ্ড সফরের সেই নজরকাড়া ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাজ ও শুভশ্রী ।