আর জি কর কাণ্ডে প্রতিবাদে সরব টলিউড । পথে নেমেছেন টলিপাড়ার কলাকুশলীরা । রাত দখলের দিন হোক কিংবা ১৮ অগাস্টের রাত...আর পাঁচটা সাধারণ মানুষের সঙ্গে রাজপথে পা মিলিয়েছেন টলিউডের নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় । গর্জে উঠেছেন...প্রতিবাদের স্বরে চিৎকার করে বলেছেন 'উই ওয়ান্ট জাস্টিস'। এবার সোশ্যাল মিডিয়ায় নায়িকার প্রতিবাদের ভাষা হল আরও তীব্রতর । কবিতা লিখলেন । যার ছত্রে ছত্রে সামাজিক ব্যধির কথা যেমন উল্লেখ করলেন, তেমনই ক্ষোভ, যন্ত্রণা স্পষ্ট । তবে,অভিনেত্রীর কথায় এবার সময় এসেছে । শাস্তির সময় । কারণ পাপ বাপকেও ছাড়ে না যে ।
অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নিজের লেখা কয়েকটি লাইন শেয়ার করলেন । যেখানে লেখা, 'শাস্তি চাই! শাস্তি চাই! দৃষ্টান্তমূলক শাস্তি চাই!' । একইসঙ্গে তাঁর প্রশ্ন সংস্কার ধরে রাখার সব দায়িত্ব কী সব মেয়েদের ? এরপরই অভিনেত্রীর হুঁশিয়ারি, ''অনেক হয়েছে নোংরামি আর পাপয তাও নেই কোনও অনুতাপ। তাই তো ফেসবুক পোস্টে এর বন্যা- আমরা নাকি ‘পতিতা’ আর ‘নষ্টা’! দেখ তাহলে এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া, যেখানে বাপকেও ছাড়ে না পাপ!''
আর জি কর কাণ্ডে রাস্তায় নেমে প্রতিবাদের জন্য বারবার ট্রোলের শিকার হতে হয়েছে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে । নিজের লেখা কবিতা পোস্ট করে আবারও ট্রোলড হলেন শুভশ্রী । তাঁর কমেন্ট বক্স জুড়ে শুধু তীর্যক মন্তব্য, কেউ লিখেছেন, 'দিদির থেকে পারমিশন নিয়েছিলেন এসব করার আগে??' আবার কেউ লিখেছেন, 'তাহলে কি তৃণমূল ছাড়ছেন রাজ চক্রবর্তী ?" উল্লেখ্য, রাজ চক্রবর্তী ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক । তারকা বিধায়ক হওয়ায় প্রতিবাদী মিছিলে হেঁটে কটাক্ষের শিকার হতে হচ্ছে তাঁকে । তবে, সেদিকে কান দিচ্ছেন না শুভশ্রী বা রাজ কেউই । আপাতত তাঁদের একটাই দাবি 'জাস্টিস' ।
উল্লেখ্য, আর জি কর কাণ্ডের প্রতিবাদে বাবলি-র প্রচারও বন্ধ করেছেন শুভশ্রী, আবিররা । স্পেশ্যাল স্ক্রিনিও বন্ধ করা হয় সম্প্রতি । এই পরিস্থিতিতেও যাঁরা হলে গিয়ে তাঁদের ছবি দেখছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন শুভশ্রী ও আবির ।