যার জন্য ঘনঘন সাউথসিটি আসতেন, বহু বছর কথাও হয়নি সেই মানুষটার সঙ্গে। এখনও সাউথ সিটি (Southcity) যান, তবে সম্পুর্ণ অন্য কারণে, মানুষগুলোও বদলে গেছে। সম্প্রতি দিদি দেবশ্রীর সঙ্গে সাউথসিটিতে খেতে গিয়েছিলেন শুভশ্রী (Subhashree Ganguly)। উপলক্ষ্য রাখি উদযাপন।
এক সময় দীর্ঘ দিন দেব-শুভশ্রীর (Dev-Subhashree) অনস্ক্রিন এবং অফস্ক্রিন রসায়ন ছিল টলিপাড়ার অন্যতম চর্চার বিষয়। নিজেই একাধিকবার শুভশ্রী জানিয়েছিলেন কেরিয়ারের শুরুতে অনেকটা সময় তাঁর কেটেছে সাউথ সিটিতে। দেবের বাড়িতে তাঁর ছিল অবাধ যাতায়াত।
Dev Health Update: জ্বর গায়েই সৌমীতৃষার সঙ্গে 'প্রধান' এর শুটিং, দেবের কি ডেঙ্গি হয়েছে?
কোনও অজানা কারণেই সম্পর্কে তিক্ততা আসে দেব শুভশ্রীর, তারপর বিচ্ছেদ। বিচ্ছেদের পর একসঙ্গে জুটিও বাঁধেননি দু'জন। রাজের সঙ্গে এখন ঘোর সংসারী শুভশ্রী। ইউভানের পর আসতে চলেছে আরও এক সন্তান।