বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। বাংলার পুজোর মেজাজের সঙ্গে একেবারে জুড়ে গেছে মহালয়ার অনুষ্ঠান, মহিষাসুরমর্দিনী (Mahishashurmordini)। এখন অবশ্য একাধিক চ্যানেল, তাতে দুর্গাও একেকজন। সেই দেবীপক্ষের সূচনাকাল যেন টলিপাড়ায় এক অলিখিত প্রতিদ্বন্দিতা। কে হবেন সেরা দুর্গা? এবারেও তার অন্যথা নেই।
একবার চোখ বুলোনো যাক এ বছরের সম্ভাব্য দুর্গাদের তালিকায়
সব কিছু ঠিক থাকলে জি-বাংলায় গত বছরের মতো এ বছরেও মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhashree Ganguly)।
প্রতিদ্বন্দ্বী চ্যানেল স্টার জলসাও (Star Jalsa) কিন্তু পিছিয়ে নেই। ওই চ্যানেলে পার্বতীর ভূমিকায় দেখা যেতে পারে সোনামণি সাহাকে (Sonamoni Saha), দৌড়ে আছেন সোলাঙ্কিও (Solanki Roy), শেষ মুহূর্তে কার মাথায় পার্বতীর মুকুট উঠবে, বলবে সময়।
কালার্স বাংলার এই বছরের মহালয়া পর্বের বিশেষ অনুষ্ঠানের নাম ‘দেবী দশমহাবিদ্যা’। তারই প্রোমোতে দুর্গার সাজে ঋতুপর্ণাকে (Rituparna Sengupta) দেখা গিয়েছে ইতিমধ্যেই ।
এর আগে কোয়েল, শ্রাবন্তী, ইন্দ্রাণী হালদার, দিতিপ্রিয়াদের নানা সময়ে দেখা গিয়েছে মা দুর্গার ভূমিকায়।