স্বপ্ন দেখতেন দলকে একদিন নেতৃত্ব দেবেন । আর সেই স্বপ্ন যে এত তাড়াতাড়ি পূরণ হবে, ভাবতে পারেননি । মাত্র ২৪ বছর বয়সে দলের নেতা হয়েছেন শুভমন গিল । এবার আইপিএল-এ গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দেবেন । আবেগে ভাসছেন ভারতীয় ওপেনার । নতুন দায়িত্ব পেয়ে স্বাভাবিকভাবেই খুশি শুভমন । এবার নিজের মনের কথা ব্যক্ত করলেন তিনি ।
দলকে নেতৃত্ব দেওয়া সহজ নয়, তা নিজেও ভালভাবে জানেন গিল। তবে, তাঁর কথায়, তিনি ভারতীয় টিমনে বহু মহান নেতাদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছেন । অনেক কিছু শিখেছেন । সেগুলিই তাঁকে আগামী দিনে পথ চলায় সাহায্য করবে । সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন শুভমন । তিনি বলেন,'আমরা সবাই জানি অধিনায়কত্ব অনেক কিছু নিয়ে আসে, প্রতিশ্রুতি তাদের মধ্যে একটি । অধিনায়কত্ব নিয়ে আসে শৃঙ্খলা,কঠোর পরিশ্রম আর আনুগত্য । আমি মনে করি, আমি যে গুণী অধিনায়কদের অধীনে খেলেছি ,সেখান থেকে অনেক কিছু শিখেছি,আর সেই অভিজ্ঞতা আমাকে আইপিএলে অনেক সাহায্য করবে ।'
শুভমন আরও জানিয়েছেন, গুজরাট টাইটান্সে অভিজ্ঞ খেলোয়াড়ের অভাব নেই । নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং আফগানিস্তানের রশিদ খানের মতো গুণী খেলোয়াড়দের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন । ভারতীয় ওপেনারের কথায়, 'আমাদের দলে দুর্দান্ত লিডার রয়েছেন, সে কেন (উইলিয়ামসন) হোক বা রশিদ (খান) হোক বা (মহম্মদ) শামি, কিংবা ডেভিড (মিলার), বা ঋদ্ধি (সাহা) । স্পষ্টতই, এই পথে অনেক কিছু শেখার আছে, যা একজন অধিনায়ক হিসাবে আমার অভিজ্ঞতা হবে।'