প্রকৃতির মাঝে লুকিয়ে শিল্প , ভালবাসার ক্ষেত্রেও তাই । এমনই একধরনের গল্প বলতে আসছেন পরিচালক শুভ্র রায় । তবে, বাংলা নয়, হিন্দি ছবি (New Hindi Movie) তৈরি করছেন পরিচালক । গল্পকে পর্দায় ফুটিয়ে তুলবেন সুব্রত দত্ত (Subrat Dutta), জয়া শীল ঘোষ (Jaya Seal Ghosh), দেবাশিস মণ্ডলরা (Debashis Mondal)।
সিনেমার নাম ‘ফ্লাওয়ার্স অফ দ্য মাউন্টেন’। পরিচালক জানিয়েছেন, তিন ছোট গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ছবি । যাকে একই সুঁতোয় বাঁধা হয়েছে ।
তিনটি গল্পে মুখ্য চরিত্রে থাকছেন সুব্রত দত্ত, জয়া শীল ঘোষ, দেবাশিস মণ্ডল । এছাড়া, আরও কলাকুশলীরা অভিনয় করছেন সিনেমায় । কার্শিয়াং-সহ পাহাড়ের বিভিন্ন অঞ্চলে শুটিং হয়েছে এই ছবির। তবে, মুক্তির দিনক্ষণ এখনও চূড়ান্ত নয় ।
জানা গিয়েছে, ক্লাসিক্যাল কর্ণাটক গায়িকার চরিত্রে অভিনয় করছেন জয়া শীল । চরিত্রটা তাঁর মন ছুঁয়ে গিয়েছে বলে জানিয়েছেন জয়া ।
সুব্রত দত্তকে পারিজাত মুখোপাধ্যায় নামে এক শিল্পীর চরিত্রে দেখা যাবে । যে প্রকৃতির মধ্যে শিল্প খোঁজার চেষ্টা করে। অন্যদিকে, মন্দার খ্যাত দেবাশিস জানিয়েছেন, এই ছবি দর্শকদের মন ছুঁয়ে যাবে ।