বিজনেস টাইকুন সুব্রত রায় ৭৫ বছরে পা দিলেন৷ তাঁকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। সুব্রত রায়ের বায়োপিক সাহারাশ্রী তৈরি করছেন প্রোডিউসার সন্দীপ সিং এবং পেন স্টুডিওর ডক্টর জয়ন্তীলাল গাদা। পরিচালক 'দ্য কেরালা স্টোরি' খ্যাত সুদীপ্ত সেন।
সন্দীপ জানিয়েছেন, সুব্রত রায়ের জীবন সিডনি শেলডনের উপন্যাসের মতো। অত্যন্ত শ্রদ্ধেয় এক ব্যক্তিত্ব সাহারার কর্ণধার৷ তিনি সেবির কাছে ২৫ হাজার কোটি টাকা ফিরিয়ে দিয়েছেন৷ এমন কাজ আর কোনও ভারতীয় করেননি।
তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন এই বায়োপিক সুব্রত রায়ের উপর নিবিড় গবেষণার ফসল। এর সঙ্গে যুক্ত এ আর রহনান, গুলজার, পরিচালক সুদীপ্ত সেনের মতো মানুষজন৷
সুব্রত রায়ের ভূমিকায় কে অভিনয় করবেন তা এখনও নিশ্চিত নয়। তবে কোনও সুপারস্টারই সেই সুযোগ পাবেন বলে জানানো হয়েছে। হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়লমে রিলিজ করবে ছবিটি।