ইন্দ্রনীল সেনগুপ্ত-ইশা সাহাকে নিয়ে টলিউডে নানা গুঞ্জন ছিলই। আগুনে ঘি ঢালল সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহের আগামী ছবি ‘তিতিন’ (Titin)। প্রযোজনায় রোড শো এবং শ্যাডো ফিল্মস। এক সিঙ্গল ফাদার আর তাঁর সন্তানের গল্প বলবে এই ছবি। ‘বাবা’র চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta)। পর্দায় তাঁর স্ত্রী পায়েল সরকার (Payel Sarkar)। দুজনের মাঝে চলে আসেন ঈশা। পর্দায় ইন্দ্রনীলের মেয়ে-র চরিত্রে কে অভিনয় করবেন, তা অবশ্য এখনও চূড়ান্ত হয়নি।
ছবিতে পায়েলের চরিত্রটি বেশ অ্যাম্বিশাস, পরিবারের চেয়ে তিনি পেশার প্রতি বেশি মনোযোগী। স্বামী-সন্তানকে রেখে একসময় চলে যান তিনি। একা সন্তানকে বড় করতে হিমশিম ইন্দ্রনীল, এমন সময়ই ঈশার এন্ট্রি। ধীরে ধীরে তিনিই ইন্দ্রনীলের মেয়ের মা! বেশ কিছু বছর পরে পায়েল ফিরে আসেন। তত দিনে তিতিন তাকে ভুলেই গিয়েছে! এ বার কী হবে? সেই গল্পই বলে তিতিন।
Bratya Basu-Kunal Ghoah: হারানো সোনালি বিকেলগুলোর খোঁজে বহুদিন পর কফি হাউজের আড্ডায় ব্রাত্য-কুণাল
ছবির কিছুটা শুটিং কলকাতায়, বাকিটা হবে লন্ডনে, আগামী সেপ্টেম্বরে।