গত কয়েকদিন ধরে সুদীপা চট্টোপাধ্যায়ের (Sudipa Chatterjee) একটি ফেসবুক পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়া উত্তাল। সুইগি (Swiggy) ডেলিভারি বয়দের নিয়ে করা তাঁর বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়াতেই মুখ খোলেন অভিনেতা অরিত্র দত্ত বণিক, তাঁর প্রেক্ষিতে প্রতিক্রিয়াও জানান সুদীপা। ক্রমশ আলোচনা বাড়তে থাকে নেটদুনিয়ায়। অবশেষে সেই পোস্ট নিয়ে নিজের বিবৃতি সামনে আনলেন সঞ্চালিকা।
সুদীপা জানিয়েছেন, কোনও ব্যক্তিকে আক্রমণ করে তাঁর পোস্ট ছিল না, তিনি সংস্থার নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর মন্তব্য নিয়ে অকারণ জল ঘোলা হয়েছে, মত সুদীপার। তাঁর লেখার ভুল ব্যাখ্যা হয়েছে, এবং এক শ্রেণির মানুষ তাঁদের ব্যক্তিগত হতাশা উগড়ে দিয়েছেন তাঁর ওপর। বিবৃতির শেষে সুদীপা বলেছেন, না বুঝে কাউকে আঘাত করে থাকলে তিনি দুঃখিত।
Teacher's Day 2022: যাঁর কথা মনে রেখে শিক্ষক দিবস, সেই ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনকে নিয়ে দু-চার কথা