এবার অসুস্থ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন সুদীপা চট্টোপাধ্যায়। চিঠির ছত্রে ছত্রে ঐন্দ্রিলার প্রতি তাঁর ভালবাসার কথা উঠে এসেছে। দ্রুত লড়াই শেষ করে ঐন্দ্রিলাকে ফিরে আসার বার্তা পাঠিয়েছেন এই অভিনেত্রী-সঞ্চালিকা।
কিছুদিন আগেই বিখ্যাত শো 'সুদীপার রান্নাঘর'-এ মাকে নিয়ে হাজির হয়েছিল ঐন্দ্রিলা শর্মা। সেই ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় লম্বা চিঠি লিখেছেন এই সঞ্চালিকা। তিনি লেখেন, "একটা কথা তোমাকে কখনো বলা হয়নি- তোমাকে বড্ড ভালোবাসি। কখন যে তুমি মনের এতটা জুড়ে হয়ে গেলে- জানতেই পারিনি। তুমি নিজে জানো- ঈশ্বর কেন বারবার তোমাকেই এত কঠিন পরীক্ষার মুখোমুখি রেখেও,জিতিয়ে দিচ্ছেন? কারন,তুমি সবার সামনে একটা দৃষ্টান্ত তৈরী করতে পারবে। হ্যাঁ,তুমিই পারবে। সবাই পারেনা।
সবাই ঐন্দ্রিলা শর্মা হতে পারেনা। তোমাকে পারতেই হবে।"
আরও পড়ুন- Mithai: বদলে যাচ্ছে সময়, মারা গিয়েছে মিঠাই, দর্শক গ্রহণ করবে কি না তা নিয়েই জল্পনা
তবে শুধু ঐন্দ্রিলা নয়, তাঁর বন্ধু অভিনেতা সব্যসাচীর জন্যও উদ্বেগ ঝরে পড়েছে চিঠিতে। সকলের প্রার্থনায় যে ফের ঐন্দ্রিলা সুস্থ হয়ে ফিরে আসবে, সেই কথাই তুলে ধরেছেন এই সঞ্চালিকা।
দু'বার ক্যানসার জয় করে ফিরে এখন নতুন পরীক্ষার মুখে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা৷ ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকে হাওড়ার আন্দুলের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, এখনও জ্ঞান ফেরেনি তাঁর। বিপদ কাটেনি এখনও তবে চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁকে সুস্থ করে তোলার।