পয়লা মে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)। তৃণমূল কংগ্রেস নেতা সৌম্য বক্সির সঙ্গেই সাত পাক ঘুরবেন এই টেলি অভিনেত্রী। বিয়ের ঠিক আগের দিন সুদীপ্তার বাড়িতে আইবুড়োভাতের এলাহি আয়োজন। সব রীতি নিয়ম মেনে নিজের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছেন সুদীপ্তা। এদিন অভিনেত্রীর বাবা তাঁকে নিজে হাতে খাইয়ে দিয়েছেন পায়েস। পা ছুঁয়ে প্রণাম করেছেন হবু কনে। সুদীপ্তার পরনে গোলাপি সিল্কের শাড়ি, গায়ে জুঁইয়ের গয়না। হাসিমুখে একাধিক ছবি তুলেছেন ‘ব্রাইড টু বি’
Salman Khan: 'অনেক বন্দুক তাক করা আছে', প্রাণনাশের হুমকি নিয়ে মুখ খুললেন সলমন খান
বিগত বেশ কয়েক বছর ধরেই প্রেম করছিলেন তাঁরা। লকডাউন-এর সময় একাধিকবার বিয়ে পিছিয়েছে, এবার ধূমধাম করে বসতে চলেছে বিয়ের আসর। রাত পোহালেই ডি ডে। বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন, বিয়ের দিন বর কনে দু'জনেই ট্র্যাডিশনাল সাজে সাজবেন।