তৃণমূল কংগ্রেসের যুবনেতা সৌম্য বক্সির সঙ্গে বিয়ে হয়ে গেল অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের। এই বিয়ে উপলক্ষে স্বাভাবিকভাবেই ছিল রীতিমতো তারকাদের ঢল। শুধু টলিউডই নয়। রাজনৈতিক নেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ফিটন গাড়িতে চেপে হাজির হয়েছিলেন সৌম্য। সুদীপ্তা সেজেছিলেন পুরোদস্তুর বাঙালি সাজে। লাল বেনারসি, গলায়-হাতে সোনার ভারী গয়না। অনুষ্ঠানে চেনা ছন্দে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র।
বিগত বেশ কয়েক বছর ধরেই প্রেম করছিলেন তাঁরা। লকডাউন-এর সময় একাধিকবার বিয়ে পিছিয়েছে, এবার ধূমধাম করে বসল সেই কাঙ্ক্ষিত বিয়ের আসর।