বুধবার, ২৮ তম কলকাতা আন্তরজাতিক চলচ্চিত্র উৎসবের (28th Kiff) উদ্বোধন। সেই দিন টালিগঞ্জের (Tollygunge shooting) সব শুটিং-এর কাজ বন্ধ রাখার নির্দেশ এসেছে 'ফেডারেশন'-এর তরফে। হঠাৎ ছুটি পেয়ে কিন্তু মোটেই খুশি নন টলিপাড়ার অনেকেই। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)।
সকল কলাকুশলীকে নেতাজি ইন্ডোরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে, উল্লেখ রয়েছে ফেডারেশনের নির্দেশে। প্রযোজক পরিচালকরা শেষ মুহূর্তে এরকম নির্দেশ সম্পর্কে জানতে পারায় অনেককেই অসুবিধেয় পড়তে হয়েছে পরবর্তী ডেট নিয়ে। লোকেশন আগে থেকে বুক করে রাখায় আর্থিক ক্ষতিরও সম্মুখীন হয়েছেন অনেকেই।
28th Kiff: শুরু হচ্ছে ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসব, উদ্বোধনী মঞ্চ আলো করবেন শাহরুখ-অমিতাভ-রানিরা
সেই নিয়েই মুখ খুলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। সুদীপ্তা বেশ শ্লেষাত্মক ভাবেই বলেছেন আগামী বছর ফেস্টিভ্যালের ১০ দিনই ছুটি ঘোষণা করা হোক, শুধু বছরের শুরুতে ঘোষণা করলে সুবিধে হয়।
সুদীপ্তার পোস্টে ঋত্ত্বিক চক্রবর্তী , পরিচালক সুব্রত সেন, রেশমি মিত্রদের মন্তব্য দেখে বোঝাই যায়, ফেডারেশনের এমন নির্দেশে যথেষ্ট ক্ষুব্ধ তাঁরা।
প্রসঙ্গত, ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ আলো করতে শহরে এসেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খানেরা। উপস্থিত থাকতে পারেন অরিজিট সিং, রানি মুখোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়রা।