বঙ্গে বেশ জাঁকিয়ে বসেছে ট্রোল সংস্কৃতি। সোশ্যাল মিডিয়ায় তর্ক বিতর্ক যুক্তি পাল্টা যুক্তির মাঝে অতিমারীর চেয়েও দ্রুত গতিতে হয় ট্রোলিং। সম্প্রতি সেরকমই এক ট্রোলিং এর শিকার হন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তার প্রেক্ষিতে একটুও না দমে সপাটে ট্রোলিং এর জবাব দিয়েছেন সুদীপ্তা।
সদ্য একটি চ্যানেলে রান্নার একটি শো সঞ্চালনার কাজ শুরু করেছেন। প্রথম এপিসোডের পরই ফেসবুকে অভিনেত্রী তাঁর ভক্তদের কাছে ফিডব্যাক চান। সেখানেই এক ব্যক্তি মন্তব্য করেন, ‘ঠিক কাজই নিয়েছেন। বাড়িওয়ালি সিনেমায় তো রান্নার কাজই করতেন।
তার উত্তরে পোস্টকর্তাকে সুদীপ্তা লেখেন বাড়িওয়ালি ছবিতে পরিচারিকার চরিত্রে অভিনয়ের জন্য রাস্ত্রপতির কাছ থেকে জাতীয় পুরষ্কার পেয়েছিলেন তিনি। সঙ্গে অভিনেত্রী পোস্ট কর্তার মানসিক সুস্থতা কামনা করে মনে করিয়ে দেন, রান্না করার কাজকে সম্মানের চোখে দেখতে।