সমাজ পাল্টাচ্ছে কিন্ত বাংলা ছবির গল্প এখনও পুরুষতান্ত্রিক, এ অপবাদ কিন্তু টলিউডের রয়েছে, এবার একটা গোটা ছবির কেন্দ্রীয় চরিত্রে এক লেখিকা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
ছবির নাম 'অহনা'। আরেক মহিলা পরিচালকের হাত ধরেই পর্দায় ফুটবে লেখিকার জীবন, তাঁর লড়াই। প্রমিতা ভৌমিক এর আগে স্বপ্ল দৈর্ঘ্যের ছবি পরিচালনা করেছেন। বড় ছবি এই প্রথম। এক মহিলা পরিচালকের চোখ দিয়ে আরেক মহিলা লেখকের জীবনকে পর্যালোচনা।
ছবিতে সুদীপ্তার স্বামীর ভূমিকায় অভিনয় করবেন জয় সেনগুপ্ত।
Darshana-Sourav Wedding: আজই 'ডি-ডে', বিয়ের পিঁড়িতে দর্শনা-সৌরভ
ছকে বাঁধা চিত্রনাট্য থেকে বেরিয়ে অন্যরকম চরিত্রে অভিনয় করার সুযোগ এলে সুদীপ্তা চক্রবর্তী যে নিজেকে উজার করে দেন, সে কথা অজানা নয়। শুক্রবার থেকে শুরু হচ্ছে শুটিং। এক অন্যরকম ছবির অপেক্ষায় থাকলেন অনেকেই।