জোয়া আখতারের নেটফ্লিক্স সিরিজ দ্য আর্চিজ-এর প্রচারে কৌন বনেঙ্গা কড়োরপতিতে গেছিলেন সুহানা খান। সেখানেই অমিতাভের সামনে রীতিমতো অস্বস্তিতে পড়তে হল শাহরুখ কন্যাকে।
নিজের শোয়ে চারটি বিকল্প দিয়ে বিগ বি, জানতে চাইলেন, এর মধ্যে কোন সম্মানটি কিং খান পাননি? সুহানা বলে উঠলেন 'পদ্মশ্রী', তা শুনে তো অবাক অমিতাভ।
সকলের সামনেই বলেও ফেললেন, মেয়ে জানেই না বাবা কী কী সম্মান পেয়েছে!