হালফিলে প্রায় সর্বক্ষণই শিরোনামে থাকেন শাহরুখ কন্যা সুহানা খান। তবে এবার তিনি নন, বরং শিরোনামে এবার তাঁর হীরের নেকলেস। শুক্রবার মুম্বইতে নিজের বাড়িতেই জন্মদিনের পার্টি দিয়েছিলেন তানিয়া শ্রফ। সেই পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের তাবড় স্টারকিডরা। ইব্রাহিম, অনন্যা , সুহানা অর্জুন কাপুর সহ অনেকেই হাজির ছিলেন পার্টিতে।
ওই বার্থডে পার্টিতে সুহানা সেজেছিলেন একটি কালো বডিহাগিং ড্রেসে। তার সঙ্গে পেয়ার করেছিলেন একটি ডায়মন্ড নেকলেস। তবে মিনিমাল ডিজাইনার ওই নেকলেসের দাম শুনলে আপনি আকাশ থেকে পড়তে পারেন। সুহানার এই বুলগারি সার্পেন্টি ভাইপার নেকলেসটির বাজারমূল্য ৭৬ লক্ষ টাকা। নেকলেসটি বানানো ১৮ ক্যারেট সোনা এবং হীরে দিয়ে।