তাঁরা নিজেরা এখনও স্টার নন, তবে প্রচারের আলোয় থাকা স্টার কিড। বলছি শাহরুখ কন্যা সুহানা খান (Suhana Khan), শ্রীদেবি কন্যা খুশি কাপুর (Khushi Kapoor) এবং বিগ বি-র নাতি অগস্ত্যা নন্দার (Agastya Nanda) কথা। তিন স্টারকিডের বলিউড ডেব্যু হতে চলেছে একসঙ্গে। 'আর্চি কমিক্স'-এর (Archie Comics) ফিল্ম অ্যাডাপটেশনের শ্যুটিং-এ তাঁদের ছবি ভাইরাল।
ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix) জোয়া আখতারের (Zoya Akhtar) পরিচালনায় তৈরি মিউজিক্যালে দেখা যাবে তাঁদের। সেই সেটের থেকে বেশ কিছু ছবি এখন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
মেরুন আনারকলিতে হবু মা, সাধের ছবি শেয়ার করলেন দেবিনা
খুশি কপূরের লুক দেখে মনে করা হচ্ছে তাঁকে 'আর্চি কমিক্স'-এর বেট্টির চরিত্রে দেখা যাবে। অন্যদিকে মনে করা হচ্ছে সুহানাকে দেখা যাবে ভেরোনিকার চরিত্রে।