আন্তর্জাতিক প্রিমিয়ার হয়েছিল বুসান চলচ্চিত্র উৎসবে। তারপর নিউইয়র্ক, লন্ডন, মিউনিখ, বার্সিলোনা সহ একাধিক দেশ ঘুরে অবশেষে ভারতে। সুমন মুখোপাধ্যায়ের (Suman Mukherjee) প্রথম হিন্দি ছবির প্রিমিয়ার হচ্ছে ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে (28th Kiff)।
ছবির নাম 'নজরবন্দ' (Nazarband)। ১৭ ডিসেম্বর, শনিবার বিকেল ৪.৩০ এ নন্দন ১ এ প্রদর্শিত হবে ছবিটি। প্রধান চরিত্রে ইন্দিরা তিওয়ারি এবং তন্ময় ধানানিয়া। পরিচালক নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাগ করে নিয়েছেন।
Subhashree Ganguly: কেরিয়ারের শিখরে বৃদ্ধার চরিত্রে শুভশ্রী, হইচইতে আসছে 'ইন্দুবালা ভাতের হোটেল'
এর আগে সুমন মুখোপাধ্যায় পরিচালিত 'হার্বার্ট', 'শেষের কবিতা' বেশ সাড়া ফেলেছিল সমালোচক মহলে।
আগামী ১৫ থেকে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।