'গদর টু'-এর ট্রেলার (Gadar 2) লঞ্চে ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে কথা বললেন অভিনেতা ও বিজেপি সাংসদ সানি দেওল (Sunny Deol) । দুই দেশের মধ্যে ঘৃণার কারণ হিসেবে রাজনৈতিক বা পলিটিক্যাল গেমকেই দায়ী করেছেন ।
বুধবারই প্রকাশ্যে এসেছে বহু প্রতীক্ষিত ছবি 'গদর টু'-এর ট্রেলার (Gadar 2 Trailer) । গদর-এর সিক্যুয়েলে ফিরছেন আবার সানি দেওল ও আমিশা প্যাটেলের জুটি । এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানি দেওল (Sunny Deol ) ও আমিশা পটেল (Amisha Patel) । তাঁদের দেখা গেল তারা সিং ও সাকিনার বেশে । সিনেমা প্রসঙ্গে বলতে গিয়েই এদিন সানি দেওলের বক্তব্যে উঠে আসে ভারত-পাকিস্তানের সম্পর্কের কথা ।
আরও পড়ুন, 27th July in history: প্রথমবার জনসমক্ষে 'টাইটানিক'-এর ধ্বংসাবশেষ, যশপাল রানার সোনা, ইতিহাসে ২৭ জুলাই
সানি বলেন,"দুই দেশের মধ্যেই (ভারত-পাকিস্তান) প্রেম রয়েছে। রাজনৈতিক খেলাই এই সমস্ত ঘৃণা তৈরি করে। ছবিতেও সেরকমটাই দেখবেন আপনি । যেখানে দেখা যাবে কেউ আমরা একে অপরের সঙ্গে যুদ্ধ করতে চাই না।"
সানি দেওল এবং অমিশা প্য়াটেল অভিনীত ‘গদর: এক প্রেম কথা’ হিন্দি সিনেমার ইতিহাসের অন্যতম ব্যবসা সফল ছবি। ২০০১ সালে মুক্তি পেয়েছিল পরিচালক অনিল শর্মার এই ফিল্ম। ২২ বছর পর আসছে স্যিকুয়েল । আগামী ১১ অগস্ট মুক্তি পাবে এই ছবি।