'গদর ২' মুক্তির আগে থেকেই ছিল দেশের বহু বলিউড-ভক্তের আলোচনার কেন্দ্রবিন্দুতে। মুক্তি পাওয়ার পরও উন্মাদনা জারি রয়েছে একইরকম। এর মধ্যেই দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্য ছবিটির বিশেষ স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হল। দিল্লিতে আগামী ১৩ অগাস্ট রাষ্ট্রপতির সম্মানে এই বিশেষ স্ক্রিনিং-এর আয়োজন করেছে টিম গদর ২। জানা গিয়েছে, রাষ্ট্রপতির অফিস থেকেই এই স্ক্রিনিং-এর ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছিল ছবির প্রযোজকদের।
উল্লেখ্য, ২২ বছর বাদে আবার বড় পর্দায় এল সানি দেওল (Sunny Deol) অভিনীত চরিত্র 'তারা সিং'। 'গদর-২' এর (Gadar 2) মাধ্যমে। যা নিয়ে উৎসাহ ক্রমে বাড়ছে দেশের সিনেপ্রেমীদের মধ্যে। ২০০১ সালে রিলিজ করেছিল 'গদর: এক প্রেম কথা'। বলিউডের (Bollywood) সেই অত্যন্ত জনপ্রিয় ছবির সিকোয়েল বড় পর্দায় মুক্তি পেল ১১ অগাস্ট।