সানি লিওনির নতুন মিউজিক ভিডিয়ো ‘মধুবন’-এর জেরে রোষের মুখে অভিনেত্রী। গানের কথা হিন্দু ধর্মীয় ভাবাগেবে আঘাত এনেছে এমন অভিযোগ উঠছিল দর্শক শোতাদের এক অংশের মধ্যে। সেই বিতর্ক নতুন মোড় নিল মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, নরোত্তম মিশ্রর মন্তব্যের জেরে। বিজেপি মন্ত্রী রীতিমতো হুমকি দিয়ে জানিয়েছেন, আগামী তিন দিনের মধ্যে ইউটিউব থেকে ওই নাচের ভিডিও না তুললে আইনি পদক্ষেপ নেবেন তিনি।
ঘটনার জেরে মিউজিক লেবেল সারেগামা-র তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই গানের কথা এবং গানের নাম বদলে নতুন গান আগামি তিন দিনের মধ্যে প্রকাশ্যে আনা হবে।
এর আগে ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়কে বিতর্কিত মঙ্গলসূত্রের বিজ্ঞাপন তুলে নিয়ে ‘বাধ্য’ করেছিলেন নরোত্তম মিশ্র।