২০১৬য় মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ছবি 'ফ্যান'। কিং খান ফ্যানেদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়েছিল 'জাবড়া ফ্যান' গানটি। কিন্তু ছবি রিলিজের পর যারপরনাই হতাশ হয়েছিলেন শাহরুখ অনুরাগীরা। জনৈক ফ্যান এই নিয়ে মামলা ঠুকে বসেন আদালতে। সেই মামলায় রায় দিল দেশের শীর্ষ আদালত।
আফরিন ফতিমা জায়দি নিজে শাহরুখ ভক্ত, তার সন্তানরাও। ছবি মুক্তির আগে যশরাজ ফিল্মস জাবড়া ফ্যান গানটি প্রকাশ করেছিল, কিন্তু মূল ছবিতে গানটি রাখা হয়নি। তাতেই হতাশ হয়ে জাতীয় উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের দ্বারস্থ হন আরফিন। কমিশন তাঁর পক্ষে রায় দিয়ে আরফিনকে ১৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য যশরাজ ফিল্মসকে নির্দেশ দেয় কোর্ট। পাল্টা যশরাজ ফিল্মস জানায়, প্রচারপর্বে কখনওই বলা হয়নি গানটি ছবিতে রাখা হবে৷ অবশেষে সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসিংহ ও অরবিন্দ কুমারের বেঞ্চ জাতীয় উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের রায়কে খারিজ করে দিয়েছে।