পথ দুর্ঘটনার কবলে গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়ের গাড়ি, বুধবার ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার (Road accident) কবলে পড়ে সুরজিৎ চট্টোপাধ্যায়ের (Surajit Chatterjee) গানের সরঞ্জাম বোঝাই টাটা সুমো। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে ২ নম্বর জাতীয় সড়কে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। টাটা সুমোর বেশ কিছুটা ক্ষতি হয়েছে। গায়ক নিজে ওই গাড়িতে ছিলেন না।
সূত্রের খবর, বুধবার বাঁকুড়ার ইন্দাসে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন গায়ক। তার পিছনের টাটা সুমোতে ছিল ‘সুরজিৎ ও বন্ধুরা’ ব্যান্ডের সামগ্রী। ওই গাড়িতে ছিলেন শুধু চালক। শক্তিনগরে জাতীয় সড়কে আসার পরেই গানের সরঞ্জামবোঝাই ওই টাটা সুমোকে ধাক্কা মারে একটি ট্রাক। খবর পাওয়ার পরেই শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ট্রাক এবং ট্রাকচালককে আটক করেছে পুলিশ।