আত্মহত্যা না খুন হয়েছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput), সেই নিয়ে এখনও জারি রয়েছে চর্চা। এর মাঝেই বিস্ফোরক অভিযোগ তুললেন সুশান্তের ময়নাতদন্তকারী রূপকুমার শাহ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, সুশান্তের দেহে অনেকগুলি আঘাতের চিহ্ন ছিল। তাঁকে খুনই করা হয়েছিল। কেটে গিয়েছে ২ বছর। মুম্বইয়ের বিলাসবহুল ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) ঝুলন্ত দেহ। সুশান্তের পরিবারের তরফে অভিযোগ ছিল খুন করা হয়েছে অভিনেতাকে। এখনও চলছে CBI তদন্ত।
ময়নাতদন্তকারী আরও জানান, সেদিন কুপার হাসপাতালে ৫ টি দেহের পোস্টমর্টেম ছিল। তারমধ্যে একটি ছিল VVIP, পরে জানা যায় তিনিই সুশান্ত সিং। তাঁর কথায়, সুশান্তের গায়ে এবং গলায় ছিল অসংখ্য আঘাতের চিহ্ন। উচ্চপদস্থ কর্মচারীদের নির্দেশেই সেদিন নাকি দেহের ভিডিও রেকর্ড করা হয়নি। কেবল ছবি তোলা হয়েছিল। অভিযোগ সামনে আসতেই উত্তাল টিনসেল টাউন।