২১মে। আজকের দিনটা সুস্মিতা সেনের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ আজকের দিনেই তাঁর মাথায় উঠেছিল 'মিস ইউনিভার্স'-এর মুকুট। তাই এই বিশেষ দিনটি স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়লেন বিশ্ব সুন্দরী। মাতলেন সেলিব্রেশনেও।
রবিবার নিজের জীবনের এই বিশেষ দিনটি তাঁর দুই মেয়ের সঙ্গে উদযাপন করেন সুস্মিতা। কোনও এক রেস্তোরাঁয় কেক কেটে সেলিব্রেট করেন তিনজন। সেই বিশেষ মুহূর্তের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে এই ছবির ক্যাপশনে বিশ্বসুন্দরী লেখেন, সারা বিশ্বব্রম্ভান্ডের সহযোগিতায় তিনি তাঁর দুই মেয়েকে পেয়েছেন। এটাই তাঁর কাছে মূল সেলিব্রেশন।
এদিন ভোরবেলায়ও আবেগপ্রবণ হয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পুরনো ছবি পোস্ট করেন অভিনেত্রী। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'এই ছবিটা ঠিক ২৯ বছরের পুরনো, অসাধারণ মানুষ ও দুর্দান্ত ফটোগ্রাফার প্রবুদ্ধ দাশগুপ্তর তোলা। এই ছবির অপক্কতায়, ১৮ বছর বয়সী আমাকে তিনি খুব সুন্দর করে বন্দি করেছিলেন... মুখে হাসি নিয়ে বলেছিলেন, তুমি বুঝতে পারছ যে তুমিই প্রথম মিস ইউনিভার্স যাঁর ছবি আমি তুললাম... আমি খুব গর্বিত স্বরে বলেছিলাম, এটা আসলে ভারতের সর্বপ্রথম মিস ইউনিভার্স।'